মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম ষোলশহর ২নং নাম্বার গেইট কর্ণফুলী বাজারের সাথে আকস্মিক আগুন। স্থানীয় জনতা দোকানদারের ঝুঁকি সত্ত্বেও আগুন নিভানোর প্রচেষ্টা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রক্ষা পাই গুরুত্বপূর্ণ কাঁচা বাজার আশ গুরুত্বপূর্ণ স্থাপনা।
আজ মঙ্গলবার ১২ (নভেম্বর) রাত ১০টা ১০মি. ষোল শহর ২নং নাম্বার গেইট কর্ণফুলী কাঁচাবাজার সাথে ঝুপড়ী বাংগারী এসক্রাপ দোকান ও খাবারের দোকান পুড়ে ছাই।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায় পুড়ে যাওয়া দোকান গুলোর একটি মেরামত সংস্কারের কাজে ইলেকট্রিক ওয়েল্ডিং এর আগুনের ফুলকা কাগজ খালি বস্তায় কার্টুনে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায় প্রাথমিকভাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি হবে বলে স্থানীয়রা জানান।
সময় মত বাইজিদ ইউনিট ফায়ার সার্ভিস আসাতে রক্ষা হয় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে। এর আগে আগুন লাগার সাথে সাথে স্থানীয় দোকানদার এবং আশপাশের লোকজন জীবন-ঝুঁকি সত্ত্বেও সর্বোচ্চ আপ্রাণ প্রচেষ্টায় আগুন নিভানোর চেষ্টা করে।
চতুর্পাশের বিল্ডিং গুলোতে কোন জানালা আগুন ঢোকার মাধ্যম না থাকায় আগুনটা পাশের স্থাপনায় ছড়াতে পারেনি। প্রায় ২০ মিনিট ধরে আগুন জলে। রক্ষা পায় অপূরুণীয় ক্ষয়ক্ষতি থেকে গুরুত্বপূর্ণ কর্ণফুলী বাজার ও আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা প্রতিষ্ঠান।