পিরোজপুর প্রতিনিধিঃ-
পিরোজপুর মঠবাড়িয়ায় ৩ দিন ব্যাপী রাস উৎসবের আয়োজন করা হয়েছে । বাংলাদেশ সেবাশ্রমের উদ্যোগে শ্রীমত আচার্য বিবেকানন্দ গোস্বীর আশ্রমে এ অনুষ্ঠান আয়োজন করা হয় । বাবুল কৃষ্ণ হাওলাদারের সভপতিত্বে এ অনুষ্ঠানে দিনভর কীর্তণ, কবিগান ,ভক্তি বন্দনা, আরতিসহ নানা ধর্মীয় আচার বিধিতে মেতে ওঠে সণাতন ধর্মালম্বীরা । বিশ্ব চরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ¬াণি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপণার্থে বিশ্ব শান্তি কামনায় ৩ দিন ব্যাপী এ উৎসবে কয়েক হাজার ভক্তরা সমবেত হয়।
এ সময় উপস্থিত থাকেন, রাস উৎসব কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র মিত্র, সাধারণ সম্পাদক শ্রী মিলন কৃষ্ণ পাইক,কোষাধাক্ষ শ্রী দেবদুলাল হাওলাদার, বাংলাদেশ সেবাশ্রমের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার সমাদ্দার লিটন। ১৬ ই অক্টোবর (শনিবার) মহাপ্রসাদ বিতরনের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানে এ বছরের আয়োজন শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ ।
পিরোজপুর সংবাদদাতা