আবু সাঈদ, স্পেশাল করেসপন্ডেন্ট:
কিশোর কন্ঠ পাঠক ফোরাম সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে দেশের সবচেয়ে জনপ্রিয় কিশোর পত্রিকার ‘কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সাঁথিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র সচিব মো: জহুরুল ইসলাম ও সহকেন্দ্র সচিব মো: মেহেদি হাসান ও মো আজিবর রহমান, উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যায়ের ১০,০০০ (দশ হাজার) (তিনটি কেন্দ্রসহ) শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শুক্রবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বৃত্তি পরিক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন
অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরণের আরও আয়োজন বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন মোঃ মোখলেছুর রহমান ,সাবেক উপজেলা চেয়ারম্যান, সাঁথিয়া, পাবনা, মোঃ আবুল কালাম, সাবেক ছাত্রনেতা, সাবেক চেয়ারম্যান কিশোরকন্ঠ, পাবনা জেলাসহ কিশোরকন্ঠ পাঠক ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ।