আবু সাঈদ ( স্পেশাল করসপনডেন্ট)
পাবনার সাঁথিয়া উপজেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ায়পারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমানের বিরুদ্ধে ঝাড়ু –মিছিল করেছেন।
সাঁথিয়া উপজেলা বিএনপি ও করমজা ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার(১৫ নভেম্বর) বিকেলে করমজা থেকে মিছিল বেড় করে হাবিবের দুই গালে জুতা মারো তালে তালে শ্লোগান দিয়ে বেড়া সিএন্ডবি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কয়েক”শ নেতাকর্মীরা।
পরে এক পথ সভায় বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হারুনার রশিদ মজনু, সাবেক জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহিন মল্লিক,সাঁথিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিখন মোল্লা, সাঁথিয়া উপজেলা সাবেক ছাত্রদল নেতা নুরুজ্জামান সোহেল, করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নুল আবেদীন মানিক, সাবেক বেড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সরকার কবির উদ্দিন, ছাত্রদল নেতা শহিদ মল্লিকপ্রমুখ।
এ সময় বক্তারা বলেন জেলা বিএনপির আহবায়ক টাকার বিনিময়ে অযোগ্য ব্যাক্তিদের দায়িত্ব দিয়েছেন।দ্রুত সময়ের মধ্যে এই কমিটি বাতিল করে বেড়া কলেজের সাবেক ভিপি ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমানকে আহবায়ক করার দাবী জানান। তা করা নাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে বেড়া-সাঁথিয়ায় হাবিব কে অবাঞ্চিত ঘোষনা করেন।পরে হাবিবের ছবি ও পুত্বলিকা পুড়িয়ে হাবিবের দুই গালে জুতা মারো তালে তালে শ্লোগান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্যঃ সাঁথিয়া উপজেলা আহবায়ক কমিটি গত বৃহস্পতিবার(১৪ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যাডে ঘোষনা করা হয়। এ কমিটিতে খাইরুন নাহার খানম মিরুকে আহবায়ক , ভিপি শামসুর রহমানকে সিনিয়র যুগ্ন আহবায়ক ও সালাহ উদ্দীন খান কে সদস্য সচিব করে ২৪ সদস্যর আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন জেলা কমিটি।