পিরোজপুর প্রতিনিধি :-
বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের উদ্যোগে উদ্দীপন পিরোজপুর অঞ্চল এর আয়োজনে এসএসসি পরীক্ষায় GPA-5 প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহিদুল ইসলাম সহকারী পরিচালক -১ ও জোনাল ব্যবস্থাপক, পিরোজপুর জোন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কাইয়ুম হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক, উদ্দীপন পিরোজপুর অঞ্চল। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য উদ্দীপের এটি একটি ভালো উদ্যোগ এবং এই বৃত্তি চলমান থাকলে প্রতিবছর অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ সহজ হবে এবং মেধাবী শিক্ষার্থীরা উৎসাহিত হবে। উদ্দীপন সামাজিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার অমিত বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র প্রশিক্ষক নাজমা বেগম, কবি আহসান হাবীব উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপক মেহেদী হাসান সহ বিভিন্ন কেন্দ্রের উদ্যোক্তা উন্নয়ন ব্যবস্থাপক গন সহ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
পিরোজপুর প্রতিনিধি:-