শাকিল আহমেদ, নড়াইলঃ
২৪ নভেম্বর, ২০২৪ তারিখ রবিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল-এর সম্মেলন কক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়নে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান৷
এসময়ে নড়াইলের উপপরিচালক (স্থানীয় সরকার) জুলিয়া সুকায়না, ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও নড়াইলের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী রানী মজুমদারও উপস্থিত ছিলেন৷
সভায় আগত অংশীজনবৃন্দ নড়াইলে স্থায়ীভাবে বসবাসকারী নারীদের মধ্য থেকে ‘জয়িতা’ পুরস্কারপ্রার্থী হিসেবে আবেদনকারীদের জীবনসংগ্রামের কাহিনী শোনেন ও নিজেদের মতামত ব্যক্ত করেন।
দেশের ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষে জাতীয়ভাবে ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’, ‘শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী’, ‘সমাজ উন্নয়নে অবদান রাখা নারী’, ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়ানো নারী’ এবং ‘সফল জননী নারী’ হিসেবে সুনির্দিষ্ট পাঁচটি ক্যাটাগরিতে ‘জয়িতা’ পুরস্কার দেয়া হয়ে থাকে।
Leave a Reply