নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে তাবলীগের বিশ্ব আমীর হজরত মাওলানা সাদ (দা.বা.) কে বাংলাদেশে আসা এবং দেশের সকল মসজিদে তাবলিগের কাজ পরিচালনা করার জন্য দাবি জানিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনাবাহিনী ক্যাম্পের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ তাবলীগ জামাতের (সা’দ পন্থী) জেলা শাখা।
সোমবার (২ ডিসেম্বর) সকালে জেলা তাবলীগ মারকাজের উদ্যোগে ও জেলা তাবলীগ জামাতের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। তাবলীগ জামাতের জেলা আমীর এ্যাডভোকেট আকিকুর রহমানের নেতৃত্ব হাজারো সমর্থকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়।
স্মারকলিপিতে আগামী বিশ্ব ইজতেমায় বাধাহীন ভাবে আসার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।এ ছাড়া কোনরূপ যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ (দা.বা.) বাংলাদেশে আসতে পারছেন না ।বিগত ৭ বছর যাবৎ কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য শুনা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অথচ তিনি ইতোপূর্বে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করতেন। তিনি বাধাহীনভাবে সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন। তাই এ বছর যাতে তাদের বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ (দা.বা.) অবশ্যই বাংলাদেশে আসতে পারেন সেজন্য জোর দাবী জানান তারা।
Leave a Reply