আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ)থেকে:
নওগাঁর আত্রাইয়ে মা ও শিশু সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ও উপজেলা প্রশাসন ও বিশ্ব খাদ্য কর্মসূচীর
সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে দুই দিনব্যাপী
গর্ভবতী ও দুগ্ধদানকারী ময়ের পিষ্টি ও শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক ইসরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আলমগীর কবির প্রমুখ।