রাসেল ইসলাম, লালমনিরহাটঃ
শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগীতা। লালমনিরহাট ওয়ালটন প্লাজার আয়োজনে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন আয়োজকরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতার উপস্থিতিতে পৃথক ৩ টি বিভাগে প্রাণ, প্রকৃতি ও গ্রাম বাংলার দৃশ্যসহ যেমন খুশি তেমন ছবি অংকন করেন শিক্ষার্থীরা৷
আয়োজকরা জানান, হাসি খেলার মধ্যে দিয়ে শিশুদের লেখাপড়ায় মননিবেশ করাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আরাফাত হোসেন, লালমনিরহাট মিশনমোড় ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. সুজায়েত হোসেন এবং কুড়িগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার রশিদুল ইসলাম। বিজয়ী শিক্ষার্থী ছাড়াও চিত্রাঙ্কনে অংশগ্রহণকারী সকলকে দেয়া হয় সান্ত্বনা পুরস্কার।
পরে ওয়ালটন প্লাজার উদ্যোগে শিবরাম আদর্শ পাবলিক স্কুল মাঠ চত্বরে বৃক্ষরোপণ করেন আয়োজকরা। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।