বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে নজরুল সরকারি কলেজ ছাত্রদল নেতা কামরুল ইসলাম কানন কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট,বল,স্টাম্প,ব্যাডমিন্টন ব্যাটসহ নানান ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।ক্রীড়া সামগ্রী বিতরণের সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,খেলাধুলা নিছক আনন্দের বিষয় নয়, এর সঙ্গে সম্পর্ক রয়েছে দৈহিক সুস্থতা ও মানসিক পরিতৃপ্তি। সুন্দর ও সুস্থ জীবনের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জ্ঞানার্জনের জন্য যেমন জ্ঞানচর্চা আবশ্যক তেমনই সুস্থ দেহ-মনের জন্য খেলাধুলা বা শরীরচর্চা প্রয়োজন। সুস্থ- সবল দেহ গঠনের জন্য এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। শরীরকে সবল ও কর্মক্ষম রাখতে নিয়মিত এবং পরিমিত খেলাধুলা করা চাই।
এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে নানান ধরনের সামাজিক সচেতনতা মূলক কথাবার্তাও বলেন।
তিনি শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতনতা মূলক কথা বলতে গিয়ে বলেন,মাদক আসক্তের একটি বড় অংশ হচ্ছে আমাদের যুবসমাজ বিশেষ করে শিক্ষার্থীরা।আমাদের মাদক থেকে সচেতন হতে হবে।তিনি আরও বলেন,মাদক আমাদের মস্তিষ্ক ও শ্বাসযন্ত্রের ক্ষমতা ও শরীরের সূক্ষ্ম অনুভূতি কমিয়ে দেয় এবং স্মৃতি শক্তি কমিয়ে দেয়।
স্বাভাবিক খাদ্য অভ্যাস নষ্ট করে।
যৌন ক্ষমতা কমিয়ে দেয়।
এইডস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।তাই মাদকের ব্যাপারে আমাদের সকালের সচেতন হতে হবে।
তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিমের ইভটিজিং এর ভয়াবহতা নিয়েও কথা বলেন।ইভটিজিং বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে গিয়ে তিনি বলেন,নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গিই ইভটিজিংয়ের মূল উৎস। কাজেই ইভটিজিং প্রতিরোধে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করা উচিত। এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে আমাদের ছাত্রসমাজ। তারা নিজেরা সচেতন হয়ে অন্যদের সচেতন করে একটি সুন্দর সমাজ কাঠামো গড়ে তুলতে পারে। এক্ষেত্রে আমি তাদের অতীত ঐতিহ্য ও সুনামের কথা স্মরণ করিয়ে দিতে চাই। ছাত্ররাই এদেশের ভাষা, স্বাধীনতা, গণতন্ত্র প্রভৃতি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সবার আগে এগিয়ে গিয়েছেন, বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাদের অফুরন্ত প্রাণশক্তির প্রয়োগে আমাদের সমাজদেহ থেকে ইভটিজিংই শুধু নয়, যেকোনো বিষবাষ্প দূর হবে।
Leave a Reply