পিরোজপুর প্রতিনিধি :
ছাত্র-জনতার গন অভ্যুত্থানের জনতা- নাগরিকদের নিয়ে প্ল্যাটফর্ম - জাতীয় নাগরিক কমিটি ৷ এই জাতীয় নাগরিক কমিটির ১০১ সদস্য বিশিষ্ট পিরোজপুর সদর উপজেলার প্রতিনিধি কমিটি ঘোষনা করা হয়েছে। ৪ ডিসেম্বর
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহবায়ক নাসীরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন এবং সদস্য ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত ভাবে পিরোজপুর সদর উপজেলার প্রতিনিধি কমিটি ঘোষনা করা হয়।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি পিরোজপুর সদরের প্রতিনিধি মুহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি কে জানতে চাইলে তিনি বলেন, " অরাজনৈতিক সংগঠন হলেও এর উদ্যোগ এবং কর্মকান্ড রাজনৈতিক । ফ্যাসিবাদি শাসনামলের ১৫ বছরে রাজনৈতিক দলগুলো সহ নেতা কর্মী,সমাজ,জনতাকে জিম্মি করে রেখেছিল কিছু নির্দিষ্ট ব্যক্তি। দল, সমাজ, সংগঠন সবকিছু ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছিল। এ যেন ছিল জমিদারি প্রথারই পুনরাবৃত্তি। নেতার বাসার কাজের লোক হয় কোটিপতি। তাকে সালাম না দিলে জনসাধারনের হত বেজায় ক্ষতি ।
এই ফ্যাসিবাদী প্রক্রিয়ায় যেন নতুন বাংলাদেশকে আর ফিরে যেতে না হয় তার জন্যই আহত ও নিহত শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ জাতীয় নাগরিক কমিটি ৷ পতিত স্বৈরাচার পলাতক হাসিনার দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে স্থানীয় সকল রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে কাজ করে পিরোজপুরকে শিক্ষা-সংস্কৃতি ও উৎসব আনন্দের শহরে পরিনত করার লক্ষ্যেই কাজ করবে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর সদরের কমিটি "
জাতীয় নাগরিক কমিটির এই মহান উদ্দ্যেশ্যের প্রতি শুভ কামনা জানিয়ে পিরোজপুর সদর উপজেলার জাতীয় নাগরিক কমিটির সকলকে জানাই প্রানঢালা অভিনন্দন জানিয়ে মুহাম্মদ আবু রাজীন বলেন, "রাজনীতি মূলত জ্ঞান-প্রজ্ঞা-সেবা-মহানুভবতা ও দর্শনের চর্চা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতি ফাঁকা হুংকার-শো ডাউন-চাটুকারিতা-মিথ্যা প্রতিশ্রুতি আর ব্যক্তিগত অর্জনের দুষ্টচক্রে আটকে আছে।রাজনীতির খোল-নলচা বদলে দিতে হবে"
পিরোজপুর প্রতিনিধি