নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ সকাল সোয়া ৯টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার নিলকুটি থেকে ভৈরবের উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশা রওনা হয়। একই পথে নরসিংদী থেকে আরেকটি পিকআপ ভ্যান ভৈরবের উদ্দেশে আসছিল। ভৈরবের জগন্নাথপুর এলাকা পার হওয়ার সময় অটোরিকশাকে পিকআপটি ওভারটেক করার সময় সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৩ নারীসহ পাঁচজন নিহত হন।
ভৈরব ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মো. আল আমিন জানান, ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে। তাদের কারো পরিচয় সকাল ১২টা পর্যন্ত জানা যায়নি।
Leave a Reply