নড়াইল প্রতিনিধিঃ
১৮ ডিসেম্বর, ২০২৪ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল-এর সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও ‘জাতীয় প্রবাসী দিবস ২০২৪’ উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্ণধার, বৈদেশিক কর্মসংস্থানের সাথে জড়িত বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী এবং নড়াইলের বিভিন্ন বয়সী ও পেশাজীবী অভিবাসনপ্রত্যাশীর পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগত অংশীজনবৃন্দ নড়াইলের অভিবাসনপ্রত্যাশীদের জ্ঞাতার্থে তাঁদের জন্য কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে অভিবাসনের সঠিক নিয়ম, প্রবাসীদের প্রাপ্য সুবিধাদি, সার্বিক অভিবাসন ও রেমিট্যান্স প্রেরণ প্রক্রিয়ায় অনুসরণীয় ধাপসমূহ, দেশভেদে সরকার কর্তৃক নির্ধারিত সার্ভিস চার্জ ও সম্ভাব্য অভিবাসন ব্যয়, বিদেশফেরত নাগরিকদের পুনর্বাসনের পাশাপাশি দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি অনুযায়ী দেশের অর্থনীতিতে তাঁদেরকে পুনরায় একীভূতকরণের নানাদিক, বিদেশে অভিবাসন ও প্রত্যাবর্তনের বিভিন্ন ধাপে তাঁদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা, প্রযোজ্য সতর্কতা ও কাম্য সচেতনতার মতো অভিবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রদেয় সেবাসমূহ সম্পর্কে তথ্যবহুল মতবিনিময় করেন।
সভা শেষে নড়াইল থেকে বিদেশগামী প্রবাসীদের মধ্য থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী দুজনকে সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সেই সাথে অভিবাসন ও পুনর্বাসনের জন্য ঋণ গ্রহীতা দুজনকেও ঋণের চেক প্রদান করেন তিনি।
পাশাপাশি এদিন নড়াইল থেকে অভিবাসীদের পরিবারের মনোনীত কয়েকজন সদস্যকে শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী সহায়তা বৃত্তির চেকও প্রদান করেন জেলা প্রশাসক।
এর আগে সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল-এর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর দিবসটি পালিত হচ্ছে। জেলা প্রশাসন, নড়াইল ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরো (বিএমইটি), নড়াইল-এর আয়োজনে আজকের সার্বিক আনুষ্ঠানিকতায় সহযোগিতা করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), নড়াইল।
র্যালির পাশাপাশি জেলা প্রশাসন প্রাঙ্গণে অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি সেবাসপ্তাহেরও আয়োজন করা হয়। জেলা প্রশাসক উক্ত সেবা সপ্তাহের অংশ হিসেবে স্থাপিত স্টলগুলোও ঘুরে দেখেন এবং এসব স্টলে প্রদেয় সেবা সম্পর্কে খোঁজ খবর নেন।
Leave a Reply