মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরায় প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার ছেলে নিহত হয়েছে। নিহতের ভাই ইমরুল শেখ জানান,আজ ১৯ ডিসেম্বর দুপুরে তার সেজো ভাই শরিফুল শেখ (৪০)দুপুর সাড়ে ১২ টার দিকে পলিতা বাজারে সেলুনে সেভ করানোর সময় সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এনামুল হক রাজা,শহীদ গাজী, মনিরুল ডাকাত,মুস্তাক গাজী,সাগর গাজী, তুফান গাজী,মাজার গাজী,তাজেন,রাজা গাজী ছাড়াও ১৫-২০ জন রামদা,চাপাতি,কুড়াল,চাইনিজ কুড়াল নিয়ে এসে আমাকে ধরতে যায়,আমি দৌড় দিয়ে সরে গেলে,তারা আমার ভাইয়ের উপর হামলা চালিয়ে, কুপিয়ে আমার ভাইয়ের শরীর থেকে ডান পা ও ডান হাতের বৃদ্ধ অঙ্গুলী বিচ্ছিন্ন করে ফেলে,এবং তার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ভাবে কুপালে ঘটনাস্থলেই আমার ভাই মারা যায়।তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, তবে কি কারণে তারা এটা করলো সেটা আমাদের জানা নেই।নিহত শরিফুল মাগুরা সদরের বেরইল পলিতা ইউপির বেরইল গ্রামের সাবেক মেম্বার ও বিএনপি নেতা আকবর শেখের সেজো ছেলে।এ ঘটনার পর কয়েকটি বাড়ী ভাংচুরের হয়েছে বলে জানাগেছে,এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য রাতে মাগুরা সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: আইয়ুব আলী বলেন,নতুন করে সংঘর্ষ যাতে না হয়, এজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।