নিউজ ডেস্ক
লক্ষ্মীপুরের রায়পুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রায়পুরের ১০নং রায়পুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আলী আহমদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, “স্বৈরাচারের শাসনামলে আমরা নিজের ভোট দিতে পারিনি, সাংবাদিকরা সত্য প্রকাশেবাধাগ্রস্ত হয়েছেন, এবং শাসকগোষ্ঠী মানুষের কণ্ঠরোধ করেছে। এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিকনাগরিক তৈরি করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন এবং শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মনির আহমদ, রায়পুর উপজেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল, পৌর নায়েবে আমির অ্যাডভোকেট কামাল উদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি ফরহাদ হোসেন সোহাগ মিয়াজি এবং সহ-সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল হোসেন মিয়াজি।
বক্তারা বলেন, “জামায়াতের লক্ষ্য হলো বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায়ভিত্তিক সুশাসনের বাংলাদেশ গঠন। মানবতারসেবা এবং দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য।”
সম্মেলনে অংশগ্রহণকারীরা জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply