সাঁথিয়া প্রতিনিধি :
ঢাকা পাবনা মহাসড়কে ভ্যান গাড়ী – বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।
পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুরের পুঠিপাড়া আব্বাসের বাড়ির সামনে শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রত্না(৫০) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহত রত্না উপজেলার বনগ্রাম মাস্টার পাড়া গ্রামের শফিকুলের স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত অজ্ঞাত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান পাবনার থেকে ঢাকা গামী হাসান পরিবহন ও মাধপুর বাজার থেকে আতাইকুলাগামী একটি ভ্যান গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রত্না (৫০) নামে একজন নারী নিহত হয়।
এ ঘটনায় ভ্যান গাড়ির ডাইভারসহ অপরজনকে আশংকাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। হাসান গাড়িটিকে আটক করা হয়েছে। চালক,হেলপার পলাতক।
Leave a Reply