শাকিল আহমেদ,নড়াইলঃ
নড়াইলে এক নারী ইউপি সদস্য (৪৬) কে সংঘবদ্ধ ধর্ষণ ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ। নিহতের ছেলের দাবি,ধর্ষণের পর ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। একইসঙ্গে দিয়েছিল হুমকি,
ধমকিও। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওই মহিলা ইউপি সদস্য। ওই ইউপি সদস্য সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন,আজ দুপুরে ঘটনা শুনে ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছি তবে অভিযোগের বিষয়টি এখনও ক্লিয়ার নয়। নিহতের ছেলে ও স্বজন’রা অভিযোগ করে বলেন,নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত নির্বাচিত সদস্য ছিলেন। গত (২৫ ডিসেম্বার) বুধবার বিকালে টিসিবির মালামাল দিয়ে বাড়ি ফেরার পথে রাজিবুল নামে একজন তাকে ফোন দিয়ে পাওনা টাকা নিতে ডাকে। সেখানে যাওয়ার পর রাজিবুলসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং ধর্ষণের শিকার নারী ইউপি সদস্য ঘটনার বিষয়ে প্রশাসনকে জানানোর কথা বললে ধর্ষণকারী’রা ভয়ে ধর্ষনের শিকার ওই নারী ইউপি সদস্যের মুখে বিষ ঢেলে দেয়। পরে ধর্ষণের শিকার ওই নারী ইউপি সদস্য বাড়ি ফিরে ভয়ে কাউকে কিছু না বল্লেও অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে স্বজন’রা তাকে অসুস্থ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং মুত্যূর আগে নারী ইউপি সদস্য বাসনা মল্লিক তার ছেলে’র কাছে তার সাথে হওয়া নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন এবং চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। এরপর ময়নাতদন্ত শেষে বিকাল চারটার দিকে তার লাশ নিয়ে নড়াইলে তার গ্রামের বাড়িতে যান তার স্বজনরা। নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন,নিহতের ছেলের সঙ্গে আমরা কথা বলেছি,ঘটনার বিষয়ে তদন্ত চলছে,
অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply