1. info@www.janatarkatha24.com : admin :
  2. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  3. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

মসজিদ কমিটির দ্বন্দ্বে আইনজীবীর বাড়ি ভাঙচুর, আহত তিন

রিপোটারের নাম
  • প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

 

রাসেল ইসলাম, লালমনিরহাটঃ

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙা এলাকায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে আওয়ামীপন্থি এক আইনজীবীর বাড়ি ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষের একটি দল ওই আইনজীবীর বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় আইনজীবী লাভলুর ভগ্নিপতি রফিকুল ইসলাম, ভাতিজা ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী প্রিতম সরকার, চাচাতো ভাই আজম সরকার আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লালমনিরহাট সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ রেজওয়ানা হাফিজ জানান, রফিকুল ইসলাম ফিজিক্যাল এসাল্টে ভর্তি হয়েছেন। মাথায় ৪টা সেলাই পড়েছে। একটি ২.৫৫ সেন্টিমিটার আর একটি দের সেন্টিমিটার।

ভুক্তভোগী সাইমুল আলম লাভলু লালমনিরহাট জর্জকোর্টের সিনিয়র আইনজীবী ও মহেন্দ্রনগর ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি। দীর্ঘদিন থেকে তিনি তার এলাকার মসজিদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

এলাকাবাসী জানান, শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে একজন মসজিদের হিসাব নিয়ে কথা তোলে। তখন এ্যাডভোকেট লাভলু ১৫ দিন আগে কমিটি ভাঙা এবং সব হিসাব জমা দেয়ার কথা বলেন। পরে বহিরাগত প্রায় দুই থেকে আড়াইশো মানুষের একটি দল লাভলুর বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা মোটরসাইকেল, টিভি, কম্পিউটার, আলমারিসহ সব কিছু ভাঙচুর করা হয়। এ সময় স্বর্ণালঙ্কারসহ বেশ কিছু আসবাবপত্র লুট হয়।

মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল বলেন, মসজিদ কমিটি নিয়ে একটা দ্বন্দ্ব হয়। সেই সময় আমি উপস্থিত ছিলাম। আমি আসার পরে আইনজীবীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। আপাতত সবাইকে শান্ত থাকার কথা বলেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির ছবি তুলেছি। দুলু ভাইয়ের সাথে কথা বলে ব্যবস্থা নিবো।

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরে পুলিশের একটি দল ঘটনাস্থল ও আইনজীবীর বাড়ি দেখে এসেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD