মোঃ জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত নারী হাওয়া খাতুন(৬৫)র মৃত্যু হয়েছে। শুক্রবার ৩ জানুয়ারি সকালে উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে এঘটনা ঘটে। হাওয়া খাতুন ওই গ্রামের মরহুম আয়নাল হকের স্ত্রী। জানা গেছে, গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ টার সময় বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হেটে কোনাগাঁও চৌরাস্তায় যাওয়ার সময় স্থানীয় সাব্বির, অন্তরসহ ৩ তরুণের দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে হাওয়া খাতুনের মাথা থেতলে গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । কর্তব্যরত চিকিৎসক তাকে বিদায় করে দেন। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫ টায় তার মৃত্যু হয়। জানা গেছে, দুর্ঘটনার পরপরই হাওয়া খাতুনের ছেলে কাকন মিয়া বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয় বাসিন্দারা জানান মোটরসাইকেল চালক ও দুই আরোহী ৩ তরুণ প্রতিদিনই আশপাশ এলাকার স্কুল গুলো ছুটি হওয়ার পর রাস্তায় বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিন ওই তিন তরু এ দুর্ঘটনা ঘটায়৷ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply