রাসেল ইসলাম, লালমনিরহাটঃ
লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী অফিস “হামার বাড়ি” ভাঙচুরের মামলায় এক সাংবাদিকসহ ৬৯ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়েছে।
৩ ও ৪ জানুয়ারি জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ২৯ অক্টোবর ২০২৩ সালে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী অফিস “হামার বাড়ি” নামক একটি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দীর্ঘ ১৪ মাস পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপি নেতা আফজাল হোসেন বাদী হয়ে এক সাংবাদিকসহ ৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করেন, ২০২৩ সালের ২৯শে অক্টোবর সন্ধ্যা ০৬টায় উল্লেখিত ৬৯ জন আসামী সহ ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত আসামি মিশন মোড়স্থ বিএনপির অস্থায়ী অফিস “হামার বাড়ী” ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এ মামলা আসামি করা হয়েছে প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য, দৈনিক আজকের বসুন্ধরা, দৈনিক গনমুক্তি, ও অনলাইন পোর্টাল “লালমনি টাইমস” এর সম্পাদক মিজানুর রহমানকে।
অভিযুক্ত সাংবাদিক মিজানুর রহমান বলেন, যে ঘটনায় আমাকে আসামি করা হয়েছে সে ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। আমাকে হয়রানি করতে এ মামলায় আসামি করা হয়েছে। তিনি এ মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
প্রেসক্লাব লালমনিরহাটের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল বলেন, বিনা অপরাধে সাংবাদিককে হয়রানি করলে এর পরিণতি হতে পারে ভয়াবহ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
Leave a Reply