মোঃ জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
শেরপুরের ঝিনাইগাতীতে ৩০০ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন (২২) নামে এক মাদক পাচারকারী যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আনোয়ার হোসেন উপজেলা সদরের রামেরকুড়া মহল্লার আব্দুল ওয়াহেদের ছেলে।
সোমবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলা সদর বাজারের সিয়াম বাস কাউন্টারে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই চোরাকারবারিকে আটক করে পুলিশ । পুলিশ সুত্রে জানা গেছে, মাদক পাচারকারীরা মাদক পাচার করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিনের নির্দেশে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিকদল সিয়াম বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে ফেনসিডিল ফেলে রেখে মাদক কারবারিরা পালিয়ে যায়। তবে পুলিশের হাতে আটক হয় আনোয়ার হোসেন। আটককৃত ফেনসিডিলের বাজার মুল্য প্রায় ৩ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো, আল আমিন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জনস্বার্থে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply