সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী জেলার তানোর পৌরসভা ৫-৬নং ২টি ওয়ার্ডের (১,০৩৫) এক হাজার ৩৫ জন দুস্থ-দরিদ্র নারী- পুরুষের মাঝে (টিসিবি) ডিলার পার্থ ভ্যারাইটি স্টোর (প্রোঃ উজ্জল হালদার) গোল্লাপাড়া বাজার, তানোর, রাজশাহী এর মাধ্যমে খাদ্যপণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে।
উপস্থিত তথ্য চিত্রে দেখা গেছে, আজ ৬-জানুয়ারী (সোমবার) সকাল ৯-৩০ মিনিটে তানোর পৌরসভা ৫-৬নং ওয়ার্ডের গোল্লাপাড়া বাজার তানোর পৌরসভার
২টি ওয়ার্ডের মোট (১.০৩৫) এক হাজার ৩৫ জন দুস্থ-দরিদ্র নারী- পুরুষের মাঝে (টিসিবি) ডিলার পার্থ ভ্যারাইটি স্টোর (প্রোঃ উজ্জ্বল হালদার) গোল্লাপাড়া বাজার, তানোর, রাজশাহী এর মাধ্যমে খাদ্যপণ্য সামগ্রী বিক্রয় করা হয়।
উল্লেখযোগ্য খাদ্যপণ্য সামগ্রী প্রতি কেজির মূল্য যথাক্রমে প্রতি কেজি চাউল = ৩০ টাকা দরে ৩০★০৫=১৫০, টাকায় পাঁচ কেজি চাউল। দুই কেজি ডাউল= ৬০ টাকা দরে ৬০★২=১২০, টাকায় ডাউল ও দুই কেজি সোয়াবিন তৈল ১০০ দরে ১০০★২= ২০০ টাকায় সোয়াবিন তৈল।
মোট (৪৭০) চারশত সত্তর টাকা নগদ মুল্যে বিক্রয় করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ৫-৬নং ওয়ার্ডের পার্থ ভ্যারাইটি স্টোরের মালিক উজ্জ্বল হালদার ও সহযোগী আশু হালদার।
এছাড়াও ২টি ওয়ার্ড সদস্য ও সংরক্ষীত নারী ওয়ার্ড সদস্যাগনসহ দায়িত্বরত গোল্লাপাড়া গ্রামের সহযোগীরা উপস্থিত ছিলেন।।
Leave a Reply