পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটিকে বয়কট করে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে এসে শেষ হয়। এসময় টাউন ক্লাব মাঠে একটি বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা পিরোজপুরের জাতীয় নাগরিক কমিটিকে বয়কট করেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুর ছাত্র প্রতিনিধি জাবিদ হাসান বলেন, পিরোজপুরের জাতীয় নাগরিক কমিটির ১ নং সদস্য মুসাব্বির মাহামুদ সানি প্রথমে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে পরে সুযোগ বুঝে ৪ আগস্ট আন্দোলনে অনুপ্রবেশ করে এবং ৬ আগস্ট একটি ভুয়া কমিটির মাধ্যমে নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান উপদেষ্টা দাবী করে। এবং শাহারিয়ার আমিন সাগর নিজেকে প্রধান সমন্বয়ক দাবী করে। আমরা সাধারন ছাত্রসমাজ ১৬ জুলাই থেকে আন্দোলনে ছিলাম তখন আমরা ছাত্রলীগের বিভিন্ন গুন্ডা বাহিনীর হামলার স্বীকার হই সে সময় তাদের কাউকে পাওয়া যায়নি অনুকুল পরিবেশ বুঝে তারা নিজেদের নেতৃত্ব বলয় তৈরী করতে চায়। তারা নাগরিক কমিটির নামে পিরোজুরে ছাত্রলীগ, আওয়ামীগকে পূর্নবাসন করছে এইজন্য আমরা পিরোজপুরের জাতীয় নাগরিক কমিটিকে পুরোপুরি বয়কট করছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের ছাত্র প্রতিনিধি আসমা আক্তার মিতু বলেন, মূলত জাতীয় নাগরিক কমিটি হওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহত পরিবারের সদস্যদের দ্বারা কিন্তু দুঃখের সাথে বলতে হয় পিরোজপুরের নাগরিক কমিটিতে যারা রয়েছে তারা সবাই আওয়ামী লীগের দোসর। ৪ তারিখ যারা আমাদের ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে তাদেরকেও এই কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। আমরা এই কমিটি বয়কট করছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পিরোজপুরের ছাত্র প্রতিনিধি মুইন উদ্দিন বলেন, আমরা পিরোজপুরের ছাত্রসমাজ স্পষ্ট করে বলতে চাই জাতীয় নাগরিক কমিটির প্লাটফর্মে কোন দালালের ঠাঁই হবে না, যারা আওয়ামীলীগের, যুবলীগের, ছাত্রলীগের দোসরদের পুনর্বাসন করছে তাদের জাতীয় নাগরিক কমিটিতে যায়গা হবে না। আমরা পিরোজপুরের নাগরিক কমিটি বয়কট করছি এবং পুনরায় বিতর্কিত নাগরিক কমিটির পূর্ণপ্রবর্তন চাচ্ছি। আমরা যারা আন্দোলন করেছিলাম সারা জীবনের মায়া ত্যাগ করে করেছি কোন কিছু পাওয়ার আশায় করিনি। কিন্তু কথিত সমন্বয়ক মুসাব্বির মাহামুদ সানি এবং শাহারিয়ার আমিন সাগর ছাত্রলীগের সাথে আতাত করে তাদের পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত রাখছে।
এ বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, শাহনেওয়াজ অভি,আফরোজা আক্তার, রেদোয়ান রিয়াজ, মালিহা জামান, সিকদার নোমান, জামান ইসলাম প্রমুখ।