আব্দুল মজিদ মল্লিক, নিজস্ব প্রতিবেদক নওগাঁ:
নওগাঁয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে ৪ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লে. কর্ণেল (অব:) এম.এ আব্দুল লতিফ খান।
শনিবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের চকআতিতা উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন, বিশিষ্ট ব্যবসায়ি ও নারী উদোক্তা মোছা: নিহাল জান্নাত। তিনি নওগাঁ শহরের মাষ্টার পাড়া মহল্লার মোসাদ্দুর রহমান রকেট এর সহধর্মীনি।
এসময় উপস্থিত ছিলেন, চকআতিতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী, স্থানীয় বিএনপি নেতা চাঁন মিয়া ও লুৎফর রহমান, সাবেক ইউপি সদস্য একেএম রফিকুল আজম সহ অন্যরা। শীতবস্ত্র কম্বল পেয়ে খুশি গ্রামে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষ।
বিশিষ্ট ব্যবসায়ি ও নারী উদোক্তা মোছা: নিহাল জান্নাত বলেন, দীর্ঘদিন থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে রয়েছি। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতে এ ধারা অব্যহৃত থাকবে।