সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
টাঙ্গাইল ক্যাডেট কোচিং এর ১৩জন শিক্ষার্থী রাজশাহী ক্যাডেট কলেজে চান্স পাওয়ায় তাদের বিশেষ সম্বর্ধনার আয়োজন করে টাঙ্গাইল ক্যাডেট কোচিং। নগরীর মধুবন কনভেনশন সেন্টারে এই সম্বর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ক্যাডেট কোচিং এর পরিচালক মোঃ মানিক স্যার ও কোচিং এর শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
চান্স পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্য করে পরিচালক মোঃ মানিক স্যার বলেন, প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে সে ক্যাডেটে পড়াশোনা করবে আল্লাহর রহমতে তোমরা সেই সুযোগ পেয়েছো। এখন তোমাদের আরো ভালোভাবে পড়াশোনা করে দেশ ও জাতির জন্য কল্যাণে অবদান রাখতে হবে। তোমাদের যে কোন সহযোগীতায় টাঙ্গাইল ক্যাডেট কোচিং পরিবার পাশে ছিলো আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে অঙ্গীকার করেন পরিচালক। তোমরা যেমন আজ তোমাদের বাবা মার নাম উজ্জল করেছো তেমনি আমাদের এই টাঙ্গাইল ক্যাডেট কোচিং এর নামও উজ্জল করেছো। এছাড়াও তিনি উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি তোমাদের শিক্ষকদের দিক-নির্দেশনা ঠিক ভাবে মেনে চলতে পারো তাহলে আগামীতে তোমরাও ক্যাডেটে চান্স পাওয়ার যোগ্যতা রাখো।
চান্স পাওয়া শিক্ষার্থীর অভিভাবকরা জানান, আমরা টাঙ্গাইল ক্যাডেট কোচিং এর উপর আস্থা রেখেছিলাম আজ তার ফল পেলাম। ছেলেরা র্দীঘ পরিশ্রমের ফল হিসিবে রাজশাহী ক্যাডেটে চান্স পেয়েছে। তাদের চান্স পাওয়ায় বড় অবদান রেখেছে কোচিং এর শিক্ষক-শিক্ষিকা।
Leave a Reply