রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাটি সিন্ডিকেটের কার্যক্রম বন্ধে অভিযান চালিয়ে এক স্কেভেটর চালককে এক লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তির নাম হাফিজুর রহমান (২২), তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার গোসাইবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আসগার শেখ।
রোববার গভীর রাতে উপজেলার কমলাপুর গ্রামে অভিযান পরিচালনা করে কৃষিজমি থেকে মাটি কাটার সময় হাফিজুরকে হাতেনাতে ধরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
অভিযানের সময় মাটি কাটায় জড়িত খননযন্ত্র বা এস্কেভেটর দুটি ব্যাটারি জব্দ করা হয়। পরে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম জানান, স্কেভেটর চালককে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। স্কেভেটরের মালিক জরিমানার টাকা পরিশোধ করেছেন এবং অভিযানের সময় স্কেভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে।
মাটিখেকো চক্রের দৌরাত্ম্য গোদাগাড়ী উপজেলায় মাটিখেকো চক্র কৃষকের উঁচু জমিকে ‘চাষযোগ্য’ করার নামে জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। এতে কৃষকেরা কোনো আর্থিক লাভ না পেলেও কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে।
তবে অভিযোগ উঠেছে যে, প্রশাসনের কিছু অসাধু কর্মচারী এবং পুলিশ সদস্যরা এই মাটিখেকো চক্রের সাথে যোগসাজশ রেখে অভিযানের তথ্য ফাঁস করে দিচ্ছেন। ফলে অভিযান শুরুর আগেই তারা এলাকা থেকে পালিয়ে যায়।
মাটিখেকো চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাকে স্বাগত জানান স্থানীয় জনসাধারন। সাথে সাথে স্থানীয়রা মাটিখেকো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং প্রশাসনের অভ্যন্তরে দুর্নীতির মূলোৎপাটনের দাবি জানিয়েছেন। এ ধরণের অপরাধ বন্ধে নিয়মিত অভিযান ও স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে এসেছে।
Leave a Reply