সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ। আমরা যারা সত্যের সন্ধানে কলম ধরেছি, তারা ভয় পাই না। হুমকি, ভয়ভীতি, নির্যাতন-এসব কখনো সত্যের পথ রুদ্ধ করতে পারেনি, পারবেও না। ইতিহাস সাক্ষী, যে হাত সত্যকে থামানোর চেষ্টা করেছে, সময় তাকে থামিয়ে দিয়েছে!
সাংবাদিকদের হুমকি দিয়ে কি সত্য চাপা পড়ে?
না! বরং সত্য আরও তীব্রভাবে বিকশিত হয়। যারা মনে করেন ভয় দেখিয়ে সাংবাদিকদের কলম থামিয়ে দেওয়া যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। মনে রাখবেন-একটি সত্যকে দমন করলে আরও হাজারটা কলম উঠে দাঁড়াবে। মনে রাখবেন একজন সাংবাদিককে থামালে আরও শতজন এগিয়ে আসবে। আর সংবাদপত্র বন্ধ করলে সোশ্যাল মিডিয়া গর্জে উঠবে।
সাংবাদিকদের ভয় দেখানোর ফলাফল কী হতে পারে?
হুমকিদাতারা মনে রাখতে পারেন! ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজ যাদের ক্ষমতা আছে, কাল তাদের বিচারও হতে পারে। গণমাধ্যমের শত্রুরা কখনোই টিকে থাকতে পারেনি। যারা সাংবাদিকদের দমন করতে চেয়েছে, তারা নিজেরাই একদিন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আমরা ভয় পাই না :-
সত্য কখনো হার মানে না। সাংবাদিকরা হয়তো নির্যাতিত হন, কিন্তু ভীত নন। আমরা জানি, কলমের শক্তি বন্দুকের চেয়েও বেশি। আমরা জানি, হুমকির দেয়াল গুঁড়িয়ে সত্যের আলো ঠিকই ছড়িয়ে পড়বে।
হুমকিদাতাদের জন্য সতর্কবার্তা!
যারা সাংবাদিকদের ভয় দেখান, তারা সাবধান! সময় বদলায়, শক্তির পালাবদল হয়, কিন্তু সত্য রয়ে যায় চিরন্তন। অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, যতক্ষণ না ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। হুমকি দিয়ে সত্যকে দাবিয়ে রাখার চেষ্টা করবেন না, কারণ সত্যের শক্তি আপনাদের ধারণার চেয়েও অনেক বড়!
লেখক:-
মোঃ নুরে ইসলাম মিলন সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ।