রাসেল ইসলাম, লালমনিরহাটঃ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে “জাগো বাহে তিস্তা বাঁচাই” কর্মসূচী সফল করার লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধায় সুধী সমাবেশ করেছে বিএনপি।
রোববার (০৯ ফেব্রুয়ারী) বিকেলে হাতীবান্ধা শিল্পকলা একাডেমি হলরুমে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। সুধী সমাবেশে তিনি বলেন, তিস্তা নদীর ন্যায্য হিস্যা আমাদের অধিকার। এই কর্মসূচির মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরা হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুপাশে বাজার গড়ে উঠবে, যা তীরবর্তী দুই কোটি মানুষের কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি ৪৮ ঘন্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রংপুর বিভাগের ৫টি জেলার লক্ষাধিক মানুষ তিস্তা নদীর কড়াল গ্রাসের শিকার হয়ে সর্বশান্ত হচ্ছে। তাই তিস্তা বাঁচার এ আন্দোলনে সকলকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জিয়া পরিষদ হাতীবান্ধা উপজেলার সভাপতি ও দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা সমাবেশে উপস্থিত ছিলেন।
Leave a Reply