পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুর আইএবি মিলনায়তনে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায়
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ডা. মুফতি রেদওয়ান হুসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম এর সঞ্চালনায় ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন হোসাইন।
যারা শপথ গ্রহণ করেন তারা হলেন সভাপতি ডা. মুফতি রেদওয়ান হুসাইন, সহ-সভাপতি মুহাম্মাদ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ রায়হান জুসমানী, দফতর সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কারিমি, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আলী হোসেন, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল আমিন হোসেন, প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মাদ কবির হোসেন, অর্থ সম্পাদক শেখ মুহাম্মাদ আবু সাঈদ, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক হাফিজ মাওলানা তালুকদার তাওহীদ মারুফ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা কবি মিজানুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ শাহিন হাওলাদার, আইন ও মানবাধিকার সম্পাদক মাওলানা সৈয়দ মুহাম্মাদ মাহফুজুল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি মুহাম্মাদ আলী আকবর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ ওবাইদুল্লাহ নাবি হুসাইন, শিল্প ও বানিজ্য সম্পাদক মাওলানা মুহাম্মাদ ফোরকান আহমাদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মাওলানা এইচ এম শফিক মিরাজ, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক হাফিজ আবু জাফর সিকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ হুমায়ুন কবির, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী সম্পাদক মাওলানা মুহাম্মাদ এনামুল হক, উপ-সম্পাদক হাফিজ মুহাম্মাদ আমির হামজা নির্ভীক, মুহাম্মাদ রাসেল খলিফা, মুহাম্মাদ আল-আমিন খান, হাফিজ মাওলানা সাকিবুল ইসলাম।
শপথ অনুষ্ঠান শেষে দেশ ও জাতির
কল্যানের জন্য দোয়া করা হয়।
Leave a Reply