সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর বর বাবুকে গ্রেফতার করেছে। রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মৌগাছি বাজার হতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তার বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর, আগুন দেওয়াসহ হেলমেট বাহিনীকে পরিচালনার অভিযোগ রয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, মোহনপুর থানার ৫টি মামলায় জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর বর বাবুকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।