আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাহিদ ইসলাম বিপ্লব (৫০) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ নাহিদ ইসলাম বিপ্লব উপজেলার জাতআমরুল গ্রামের মৃত নূর মহুরির ছেলে, সে একজন বিশিষ্ট ব্যবসায়ী।
নওগাঁ গোয়েন্দা সংস্থা প্রদত্ত তথ্য ও অবস্থান সনাক্ত করণের ভিত্তিতে শহরের বাঙ্গাবাড়িয়া বিজিবি ক্যাম্প সংলগ্ন নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার (১৩ ফ্রেব্রয়ারী) দুপুরে তাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
গ্ৰেফতারের পর তাকে নওগাঁ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply