সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার জিরো ওয়েস্ট ব্রিগেড এর আয়োজনে উপজেলা প্রানিসম্পদ চত্বরে এ কার্যক্রম শুরু হয়।
জিরো ওয়েস্ট ব্রিগেড কর্মসূচির আহ্বায়ক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন বলেন, উপজেলা জুড়ে পর্যায়ক্রমে এ অভিযান চালানো হবে। পাশাপাশি সবাইকে অনুরোধ জানাব ময়লা-আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। আবর্জনা ফেলা থেকে নিজেদের সচেতন হতে হবে। আমরা সচেতন হলেই দেশ বদলাবে, পৃথিবী বদলাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, ভেটেরিনারি সার্জন তানভীর আনজুম অনিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট কালচারাল ফোরামের পরিচালক কামরুজ্জামান সহ বাংলাদেশের স্কাউটস চারঘাট উপজেলা শাখার সদস্যবৃন্দ।
Leave a Reply