মোঃ জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
শেরপুরের ঝিনাইগাতীতে দ্রুত সময়ে জনগণকে পুলিশী সেবাদানও আইনশৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রণে রাখতে বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ধানহাটিতে এ সভার আয়োজন করা হয়।
“বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শাহ্ শিবলী সাদিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা হেফাজতে ইসলামীর আমির মুফতি খালিছুর রহমান,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো,নুর ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও লুৎফর রহমান, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামানের প্রমুখ।
সভায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাংসহ নানা অপরাধ দমনের বিষয়ে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন পুলিশ সুপার আমিনুল ইসলাম। এসময় তিনি দ্রুত সময়ে জনগণের সেবা দিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। উল্লেখ্য, গত বছরের ৫ আগষ্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর পুলিশ সুপার আমিনুল ইসলাম শেরপুরে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকেই পুলিশ বিভাগে স্বচ্ছতা ফিরে এসেছে। জনশ্রুতি রয়েছে অতীতে থানাগুলোতে মামলা করতে গেলে টাকা গুনতে হতো বিচার প্রার্থীদের। পুলিশ সুপার আমিনুল ইসলাম শেরপুরে যোগদানের পর থেকে এখন আর থানাগুলোতে মামলা করতে গেলে টাকা দিতে হয় না। উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মি, পুলিশিং কমিটির সদস্য, জনপ্রতিনিধি, ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply