মোঃ জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
শেরপুরের নালিতাবাড়ীতে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রনিলা কোচনী (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রবিবার বিকালে পোড়াগাও ইউনিয়নের আন্ধারুপাড়া খলচান্দা কোচপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রনিলা কোচনী ওই গ্রামের নেপাল বিশ্বাসের স্ত্রী।
পুলিশ সুত্রে জানা গেছে, ফেনসিডিল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিকদল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি রনিলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply