মোহাম্মদ মাসুদ
সাংবাদিক মাসুমা ইসলাম এর অকাল মৃত্যুতে সাংবাদিক মহল’সহ দেশজুড়ে শোকের ছায়া। এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমা ইসলাম চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর অকাল মৃত্যুতে শোক সংবাদে গভীর শোকাহত ও গভীর শোক প্রকাশ করে সাংবাদিক মহলসহ সকল শ্রেণী পেশার মানুষ। উদীয়মান কৃতি সাংবাদিকের মৃত্যুর শোক সংবাদ সংবাদ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া সহ প্রিন্ট পত্রিকা সকল গণ মাধ্যম সহ সারা দেশজুড়ে। পেশাগত পরিচয় ছিলেন সাংবাদিক ও অনেকের প্রিয়মুখ ও সহকর্মী,বেসরকারি টেলিভিশন এখন টিভির সাংবাদিক সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মাসুমা আক্তার আর আমাদের মাঝে নেই।
১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার ভোর রাতে আমাদের প্রিয় সহকর্মী মাসুমা আক্তার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৪ ফেব্রুয়ারি, গত কয়েকদিন আগে মাসুমা আক্তার ও তার স্বামী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এই হৃদয়বিদারক সংবাদ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। সাংবাদিকতার পেশায় তিনি একজন নিষ্ঠাবান ও সংগ্রামী মানুষ ছিলেন। তার এই অকালপ্রয়াণ সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
সকল জাতীয় সাংবাদিক সংস্থা, আত্মীয়-স্বজন সকলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে আমরা তাদের পরিবারের পাশে রয়েছি। মহান আল্লাহ যেন মরহুমার রূহের মাগফিরাত করেন এবং শোকাহত পরিবারকে এই শোকে ধৈর্য ধারণের শক্তি দেন।
আবারো প্রমাণিত হলো মৃত্যু বা নিশ্চিত। কার শেষ ডাক কখন আসে তা কেউ-ই জানে না। দুনিয়ার সফর শেষে স্রষ্টার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয় সবাইকেই। নিঃশ্বাসের নেই বিশ্বাস! আল্লাহ সবাইকে হেফাজত করুন।ইহকালের সুখ শান্তি ও পরকালের জান্নাত নসিব করুন আমিন।
Leave a Reply