সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
নানা সমস্যায় জর্জরিত রাজশাহীর পুঠিয়া উপজেলা ৫০ বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। এতে করে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ। ফলে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সরেজমিনে দেখা যায়, তিন টি টিউবল থাকলেও ঠিকমতো তদারকের অভাবে নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন যাবত আর পানি সংকটে রয়েছে হাসপাতালের রোগীরা। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের বাইরে একটি টিউবল থেকে পানি সংগ্রহ করছেন রোগীর স্বজনরা।
এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের পানি নিষ্কাশনের জন্য যে ড্রেন ব্যবহার করা হয়। সেটাও পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখার কারণে সেখানে জন্ম নিচ্ছে প্রচুর পরিমাণ ডেঙ্গু মশার লাভা। হাসপাতালের ভিতরে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে ময়লার স্তুপ। আয়রন মুক্ত পানির জন্য রাখা হয়েছে ফিল্টার সেটাও অকেজ হয়ে পড়ে আছে দীর্ঘদিন থেকে। স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসা নিতে আসা আরফিনের আম্মাজানান, আমরা এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছে তার মধ্যে সবথেকে বড় সমস্যা হলো এখানে খাবার পানির অনেক বড় সংকট এছাড়া রয়েছে টয়লেট গুলো একেবারে অপরিষ্কার প্রচুর পরিমাণে মশা। রাত্রেবেলা পানির প্রয়োজন হলে মেডিকেলের গেটের ওপারে মহাসড়কের কাছে একটি টিউবল থেকে পানি সংগ্রহ করতে হয়। অথচ এখানে তিন তিনটা টিউবল আছে যা একটাও ভালো নেই সবগুলোই নষ্ট। হাসপাতাল কর্তৃপক্ষ যদি রোগীদের কথা চিন্তা করে একটু শুনজর দেয় তাহলে আমরা এই পানির যে বড় একটি সংকট এখান থেকে উদ্ধার হবে।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ হাসান শাওন বলেন, নষ্ট টিউবলের বিষয়ে আমি সব জায়গাতে জানিয়েছি। আমি এই মুহূর্তে পৌরসভার ও সদস্য আমি সেখানে জানিয়েছি। হাসপাতলে কোন স্থাপনার কাজের মধ্যে যদি টিউবয়েল থাকে তাহলে স্বাস্থ্য প্রকৌশলী বিভাগে থেকে টিউবলের কাজ কর হবে। উপজেলা বা পৌরসভা এডিপির বরাদ্দ নিতে হতে পারে। এই টিউবল গুলো দীর্ঘ সময় আগের । টিউবলের বিষয়টি একটি সময় সাপেক্ষ ব্যাপার।
আমাদের হাসপাতালে চিকিৎসা সেবার সাথে সরাসরি সম্পৃক্ত না টিউবলের বিষয় সেইজন্যে মানুষের ভোগান্তি
সামনে হাসপাতালে কোন উন্নয়নমূলক কাজ হলে তার সাথে টিউবলের সংস্কার কাজ করা হবে।
এছাড়াও হাসপাতালের ড্রেনে ডেঙ্গু মশার লাভা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বর্তমানে আমাদের জনবল কম থাকায় এ ধরনের সমস্যা হতে পারে তবে আমি খুব দ্রুত সময় পরিষ্কার-পরিচ্ছন্ন এর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply