সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীতে বেল্লাল আলী (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪ বোতল ফেনসিডিলসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের সদস্যরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আরএমপির রাজপাড়া থানাধীন আলীগঞ্জ পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী রাজপাড়া থানাধীন আলীগঞ্জ পশ্চিম পাড়া এলাকার মৃত হাসান তারিকের ছেলে।
জানা গেছে, মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের তত্ত্বাবধানে পরিদর্শক পারভীন আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে আরএমপির রাজপাড়া থানাধীন আলীগঞ্জ পশ্চিম পাড়া এলাকায় মাদক ব্যবসায়ী বেল্লাল আলীর এক তলা বসত বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করে।
এসময় বসত ঘরের ভিতরে থাকা মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গীর সামনের ডান কোচরে গোঁজা অবস্থায় ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিএনসির চৌকস দলটি।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান,মাদক ব্যবসায়ী আলীগঞ্জ পশ্চিম পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন এমন সংবাদ ভিত্তিতে অভিযান পরিচালনা করলে ৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপপরিচালক।
Leave a Reply