মোহাম্মদ মাসুদ
আজ ঐতিহাসিক বাঙালির শোক, গৌরব অহংকার ঐতিহ্য, অনুপ্রেরণা স্মৃতিময় স্মরণীয় মহান ওমর একুশের ৭৩ তম মাতৃভাষা দিবস। যা সার দেশ বিশ্বে পালাতে হয়।
দিবসটির স্মরণে চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন ২ নং জালালাবাদ যুবদল,স্থানীয় বিএনপি নেতাকর্মী, এলাকাবাসির সম্মেলিত উদ্যোগে ৭৩তম মহান মাতৃভাষা শহীদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন ও স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার ও খুনী আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিশাল র্যালী ও মিছিল স্লোগানে আলোচনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। অপরাধীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়।
২১শে ফেব্রুয়ারি (শুক্রবার) চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি থানাধীন যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসীর পক্ষ থেকে এক বিশাল মিছিল করা হয়।
আজ মহান শহীদ দিবসে আলোচনায় ও বিশাল র্যালী মিছিলের আয়োজনে সালাম, বরকত, রফিক, জব্বার সহ শহীদ সকল ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় শহীদদের স্মরণে পুষ্পাঞ্জলী প্রদর্শন করা হয় । এ সময় উপস্থিত বক্তারা বলেন, বিগত ১৭ বছর আমলে স্বৈরাচার ফ্যসিস্ট আওয়ামী খুনীলীগ, সন্ত্রাসীলীগ, নৈরাজ্য, নিপীড়ন নির্যাতন গুমখুন হত্যাকারী দোষর দালাল হেলমেটলীগ, হাতুড়িলীগ ক্যাডার বাহিনীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
র্যালী মিছিলটি শেরশাহ হতে শুরু হয়ে শেরশাহ কলোনী দিঘির পূর্ব পাড় হয়ে টেক্সটাইল গেইট প্রদক্ষিণ করে পুনরায় শেরশাহ মিনার হয়ে শেরশাহ কেন্দ্রীয় ঈদগা মাঠে এসে শেষ হয়। শেরশাহ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মহান একুশে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান ফুল দিয়ে।
র্যালী ও মিছিলের নেতৃত্বে ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও গুলিবৃদ্ধ যুবদলের ত্যাগী নেতা মোহাম্মদ ইয়াসিন ও সভাপতিত্ব করেন জহিরুল আবেদীন বিপ্লব। এই সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ নাসিম,মোঃ আরিফ,মোঃ মাইনুদ্দিন,মোঃ আলামিন,মোঃ আব্দুল হাই,মোঃ টিটু,মোঃ আমু,মোঃ রনি,মোঃ আব্দুল,মোঃ ইয়াসিন,মোঃ জানে আলম,মোঃ রুবেল,মোঃ শহিদুল,মোঃ কামাল,মোঃ শাহ আলম, মোঃ খোকন (বাঘা) সহ আরও অনেকে।
Leave a Reply