সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার সদর থানার প্যাড়াভাঙ্গা নামক এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীতে গৃহবধুকে শয়ন ঘরে পুড়িয়ে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি আলমগীর হোসেন রয়েল (৪২) ও তার স্ত্রী মোসাঃ সেলিনা (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম হেলেনা (৩৫) এর সাথে ধৃত আসামী আলমগীর হোসেন রয়েল (৪২) এর সাথে প্রায় ০২ বছর পূর্বে ২য় বিবাহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। ভিকটিমের সতীন থাকায় বিবাহের পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহ ছিল।
ইং ১৫/০২/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় ভিকটিমের প্রতিবেশী ফোন দিয়ে ভিকটিমের মাকে জানায় যে, তার মেয়ে মারা গেছে। পরবর্তীতে ভিকটিমের মা ঘটনাস্থলে গিয়ে দেখে যে তার মেয়ে আগুনে পুড়ে মারা গেছে। ১৪/০২/২০২৫ তারিখ রাত্রী-০৮.০০ ঘটিকা হতে ১৫/০২/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা কে বা কাহারা ভিকটিমকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা করে। এই ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
Leave a Reply