1. info@www.janatarkatha24.com : admin :
  2. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  3. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  4. wpapitest@config.com : wpapitest :
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানীর ঘটনায় গ্রেফতার-৩ রাজশাহীর দূর্গাপুরে জমি জমা নিয়ে সংঘর্ষের জেরে নিহত ১ আহত ১৫ রাজশাহীর গৃহবধু হেলেনা হত্যা মামলার দুই আসামি গ্রেফতার আত্রাইয়ে স্কাউটস এর প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মাতৃভাষা দিবসে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি দাবি:যুবদল,স্থানীয় বিএনপি আত্রাইয়ে জামায়াতে ইসলামীর ওয়ার্ড শাখার মতবিনিময় সভা আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা দেশ বরেণ্য সাংবাদিক সর্বজন শ্রদ্ধাপ্রিয় শিক্ষাগুরু মকছুদ আহমেদ আর নেই তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
শিরোনাম:
রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানীর ঘটনায় গ্রেফতার-৩ রাজশাহীর দূর্গাপুরে জমি জমা নিয়ে সংঘর্ষের জেরে নিহত ১ আহত ১৫ রাজশাহীর গৃহবধু হেলেনা হত্যা মামলার দুই আসামি গ্রেফতার আত্রাইয়ে স্কাউটস এর প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মাতৃভাষা দিবসে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি দাবি:যুবদল,স্থানীয় বিএনপি আত্রাইয়ে জামায়াতে ইসলামীর ওয়ার্ড শাখার মতবিনিময় সভা আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা দেশ বরেণ্য সাংবাদিক সর্বজন শ্রদ্ধাপ্রিয় শিক্ষাগুরু মকছুদ আহমেদ আর নেই তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহীর দূর্গাপুরে জমি জমা নিয়ে সংঘর্ষের জেরে নিহত ১ আহত ১৫

রিপোটারের নাম
  • প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় ফেরদৌসী বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও তিন জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় শিশুসহ উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের না হলেও তাৎক্ষণিক ৮ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে।

২২ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের তিউরকুড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি একই ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষ বাধলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওই ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়।

সংঘর্ষে আহতরা হলো, একই গ্রামের পচা মন্ডলের ছেলে আঃ জব্বার (৬৫), আলম (৪০), জেহেরের ছেলে সাইদুর রহমান (৪০), আতাউর রহমানের ছেলে জিন্নাত (৫০), আকবর আলীর মেয়ে জেসমিন (৩০), আবুল কালাম (৪৫) ও তার ছেলে সাকিব (১৭), মৃত আঃ সামাদের স্ত্রী রজুফা বেগম (৬৫), ফয়েজ উদ্দিনের ছেলে মামুন (৩৮), ফয়েজ উদ্দিনের মেয়ে জায়েদা, হাফিজুরের স্ত্রী জাহানারা, মুনছুরের ছেলে সাইনুল, ইয়াদ আলীর ছেলে সাইদুর ও ইসলামের স্ত্রী রাজিয়া। আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ও বিএনপি নেতা মামুনুর রশীদের মধ্যে দ্বন্দ চলে আসছিলো। ক্ষিদ্র লক্ষিপুর গ্রামের জব্বার ও সাইদুর প্রায় ৪২ বছর ধরে বিবাদমান জমিতে পান চাষ করে আসছিলেন। গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই গ্রামের বিএনপি নেতা মামুন সেই জমি তার নানার দাবি করে দখলের চেষ্টা করতে থাকে।

গত ৭ ফেব্রুয়ারি সেই পানবরজে আগুন ধরিয়ে দেয় মামুন। এমনকি স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুলের জমি তাদের দাবি করে দখল নেয়ার চেষ্টায় জমিতে থাকা একাধিক আমগাছ কেটে ফেলেন মামুন। সেই সাথে সরিষা ক্ষেতও কেটে ফেলে তারা।

স্থানীয়রা আরও জানান, শনিবার বেলা ১১টার দিকে বিবাদমান জমিতে থাকা পানবরজে পানি সেচ কাজের জন্য যান আব্দুল জব্বার। এ সময় মামুন, সাইদুল, সুজনসহ ১০ থেকে ১২ জন পরিকল্পিত ভাবে লাঠি ও ধারালো হাসুয়া নিয়ে তাদের উপরে হামলা চালায় এবং এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় আব্দুর জব্বারের স্ত্রী ফেরদৌসী বেগম এগিয়ে গেলে তাকেও ব্যাপক মারপিট করে। এতে ফেরদৌসী বেগম ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শী তসলিমা বিবি বলেন, আমার চোখের সামনে মামুন তার দলবল নিয়ে জব্বার ও আলমকে হাসুয়া দিয়ে কোপাতে থাকে। আমি প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে আসি।

দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, আদালতে এই জমি নিয়ে মামলা চলছে। মামলায় আদালত ১৪৪ ধারা জারি করেছেন। কিন্তু আদালতের ১৪৪ ধারার আদেশ ভঙ্গ করে প্রতিপক্ষ মৃত মুনছুর রহমানের ছেলে সাইনুল, মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ, মামুনুর রশিদের ছেলে জাহিদ হাসান, মৃত আঃ সামাদের ছেলে সুজন, আলেপের ছেলে রুবেল, ইয়াদালির ছেলে সাইদুল, নুর ইসলামের ছেলে রাজিবসহ ভাড়াটে লোকজন নিয়ে গত ৭ ফেব্রুয়ারি ধারালো অস্ত্র দিয়ে আমার জমিতে থাকা আমগাছ গুলো কেটে নিয়ে জমি জবর দখল করে। বাধা দিতে গেলে আমার লোকজনকে বেধড়ক পিটিয়ে আহত করা।

রিয়াজুল ইসলাম আরও বলেন, আজকেও (শনিবার) ফের জমি দখল করতে আসলে আমার লোকজন বাধা দেয়। এ সময় প্রতিপক্ষের ভাড়াটে লোকজন আমার পক্ষের মধ্যবয়সী এক নারীকে পিটিয়ে হত্যা করেছে। ঘটনার পর দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে থানার মুল ফটকে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় ৪২ বছর ধরে ক্ষিদ্রলক্ষীপুর মৌজায় আরএস ৬৯ ও ৭০ নং খতিয়ানের প্রায় এক একর ৩ শতাংশ জমি ভোগদখল করে আসছেন ভুক্তভোগী রিয়াজুল ইসলাম, মোহাম্মাদ আলী, আলমগীর ও মিরাসহ তাদের স্বজনরা। তবে ওই জমি আরএস খতিয়ানের প্রজা প্রতিবেশী মৃত ডুমন মন্ডলের ওয়ারিশগনের মধ্যে বিরোধ দেখা দিলে ২০২৪ সালে উভয়পক্ষ ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় আদালতে মামলা করেন এবং মামলাটি আদালতে চলমান আছে।

ঘটনাস্থল পরিদর্শন করে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতিমধ্যে দূর্গাপুর থানা পুলিশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, এ ঘটনায় ফেরদৌসী বেগম নামের এক নারী নিহত হয়েছে। এজাহার দায়ের না হলেও হামলায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। সুষ্ঠ তদন্তের স্বার্থে আটককৃতদের নাম আপাতত বলা যাচ্ছেনা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD