সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব লিয়াকত সালমান। ২৩ ফেব্রুয়ারি, রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নবনিযুক্ত ইউএনও লিয়াকত সালমানকে বরণ করে নেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা। এ সময় তিনি ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণের পর লিয়াকত সালমান বলেন, “তানোর উপজেলার সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। সকলের সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন পরিচালনার জন্য কাজ করবো।”
এ উপলক্ষে তানোর সাংবাদিক ক্লাব পরিবার(টি.এস.সি) এর পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনও লিয়াকত সালমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ক্লাবের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে তানোর উপজেলা আরও এগিয়ে যাবে। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply