সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর তানোরে রাস্তার ধারের খাস জায়গার তাজা নিম গাছ নিধন, মটরের পাইপ নষ্ট ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) গাগরন্দ গ্রামে এই ঘটনা ঘটেছে। এঘটনায় গ্রামবাসি বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে,বরাবর, উপজেলা নির্বাহী অফিসার, তানোর, রাজশাহী। বিষয়ঃ অভিযোগ প্রসঙ্গে। জনাব, যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি এলাকাবাসীর পক্ষে আলহাজ্ব আবুল মাজন (৬৩), পিতাঃ মৃত: ফজর মন্ডল, সাং-গাগরন্দ, ডাকঃ চাঁন্দুড়িয়া, থানাঃ তানোর, জেলাঃ রাজশাহী এই মর্মে বিবাদী মোঃ গোলাম রাব্বানী (৪০), পিতাঃ আলহাজ্ব চাঁন মোহাম্মদ, সাং- চকদমদমা, ডাকঘরঃ চাঁন্দুড়িয়া, থানাঃ তানোর, জেলাঃ রাজশাহীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, উপরোক্ত বিবাদীর বাড়ীর পাশে আমাদের বাড়ী এবং বিবাদীর বাড়ীর পাশের রাস্তা দিয়ে আমাদের পূর্ব পুরুষ হতে আনুমানিক ১০০ বছর যাবৎ আমরা চলাচল করে আসছি। হঠাৎ করেই ইং ২২/০২/২০২৫ তারিখ সকাল অনুমান ৯.০০ ঘটিকার সময় বিবাদী তানোর থানাধীন ০৭ নং চান্দুড়িয়া ইউনিয়ন অধিনস্থ গাগরন্দ গ্রামে উক্ত রাস্তার উপর দিয়ে সীমানা প্রাচীর নির্মানের উদ্দেশ্যে জোর পূর্বক ভাবে গর্ত খনন কাজ শুরু করে উক্ত সময় আমরা বাড়ীতে না থাকায় ইং ২৩/০২/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় আমরা এলাকাবাসী বিবাদীকে বাধা নিষেধ করিলে বিবাদী বলে আমি উক্ত রাস্তার উপর দিয়েই সীমানা প্রাচীর নির্মান করিবো তোমরা যা পারো করে নাও। বিবাদী যদি উক্ত রাস্তার উপর দিয়ে সীমানা প্রাচীর নির্মান করে তাহলে আমরা এলাকাবাসী বড় ধরনের ক্ষতির সমুখীন হবো। স্বাক্ষী: ১। মোঃ মোসলেম উদ্দিন (৫০), পিতাঃ মৃত: ইয়ার উদ্দিন, ২। মোঃ আইয়ুব মন্ডল (৫০), পিতাঃ মৃত: সাদেক মন্ডল, ৩। মোঃ রায়হান আলী (৩৫), পিতা: মৃত: আরজেদ মন্ডল, সর্বসাং-গাগরন্দ, ডাকঃ চাঁন্দুড়িয়া, থানাঃ তানোর, জেলাঃ রাজশাহীসহ উক্ত ঘটনাটি আরো অনেকেই দেখেছেন ও শুনেছেন। বিষয়টি ০৭ নং চাঁন্দুড়িয়া ইউনিয়ন এর ০২ নং ওয়ার্ড মেম্বার মোঃ কুরবান আলীকে জানালে তিনি আপনার বরাবরে অভিযোগ করার পরামর্শ দেন। এমতাবস্থায় নিরুপাই হয়ে বিবাদী যাতে উক্ত রাস্তার উপর দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সরনাপন্ন হয়েছি। অতএব, জনাবের কাছে আকুল আবেদন উপরোক্ত বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়। নিবেদক এলাবাসীর পক্ষে মোঃ আবুল মাজন (আলহাজ্ব আবুল মাজন)।
Leave a Reply