সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাজার সংলগ্ন মহাসড়কে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খা বাহিনী মোতায়েন করা রয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজারে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে ঢাকা- রাজশাহী মহাসড়ক এক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসীরা জানায়, বানেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদন্য রফিকুল ইসলামের সঙ্গে একই এলাকার যুবদলের কর্মী মিঠুনের সঙ্গে টিসিবির কার্ড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে দুইজনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রক্তক্ষয়ী সহিংস তাই রূপ নেয় ।
রফিক মেম্বার হলেন আনোরল ইসলাম জুম্মা অনুসারী আর মিঠুন হলেন, ইসফা খারুল হক শিমুল কর্মী। এদের দুইজনের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় রফিক মেম্বার। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তে মেম্বারের লোকজন মিঠুনের ভাগিনার দোকানে হামলা ও লুটপাট চালায়। রফিককে তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। তার অবস্থা আশংকাজনক রয়েছেন। অপর পক্ষে আহত হয়েছেন, আহসান ও মিঠুন।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের এই সংঘর্ষ হয়। বর্তমানে সংঘর্ষ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন রয়েছে।
Leave a Reply