সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নতুন মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
অধিদপ্তরের ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো.হাসান মারুফ। তিনি সাবেক ডিজি খোন্দকার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। এছাড়া ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো.গিয়াস উদ্দিনকে এডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মুহাম্মদ ইউছুফের স্থলাভিষিক্ত হবেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো.রফিক স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে জানানো হয়,ডিএনসিতে নিয়োগের জন্য তাদেরকে সুরক্ষা সেবা বিভাগে ন্যাস্ত করা হয়েছে।
Leave a Reply