মোঃ জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
"ঐক্যবদ্ধ বলেই আমরা সমৃদ্ধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইগাতী উপজেলার সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ফেব্রুয়ারি) সকালে শালচুড়া "আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,আদর্শ কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রধান উপদেষ্ঠা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। আদর্শ কো -অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সমিতির চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আজাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায়
বিশেষ অতিথি ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, কালব জেলা ব্যবস্থাপক সোলাইমান হোসেন টগর, ক্ষুদ্র বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খাঁন, জেলা সমবায় পরিদর্শক আলিমুল আজিম প্রমূখ।
উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আয়-ব্যায় রিপোর্ট পেশ এবং ২০২৫-২০২৬ আর্থিক বছরের সম্ভাব্য আয়-ব্যয় বাজেট পেশের হিসাব নিকাশের ও অনুমোদন করা হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যেদের মাঝে লটারির মাধ্যমে ১১০জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়.