নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দসী এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ১৭ টি মামলার এজাহার ভুক্ত আসামি বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪১) ও তার আপন ছোট ভাই বিপুল শেখ (৩৫) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত বাবুল শেখ ওরফে ধলা বাবুল ও তার ছোট ভাই বিপুল শেখ, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মোঙ্গলহাটা গ্রামের দেলোয়ার শেখের ছেলে।
পুলিশ সূত্র জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে গোপন ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো.আশিকুর রহমান এর তত্ত্ববোধনে এসআই (নি:) মো.সুমন হাওলাদার, এসআই মো.মাসুদুর রহমান, এএসআই ইলিয়াস ব্যপারী ও সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রাম থেকে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ ধলা বাবুল ও তার আপন ছোট ভাই বিপুলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করে লোহাগড়া থানা পুলিশ।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ধলা বাবুলের নামে ১৪ টি মাদক মামলাসহ মোট ১৭ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply