মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
(চবি) ইউর ক্যাম্পাস সার্ভিসের উদ্বোধন ও ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার চবির ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে চবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৪ ফেব্রুয়ারি, চবির ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে চবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে YOUR CAMPUS-এর শুভ উদ্বোধন এবং "Career Quest" সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি YOUR CAMPUS-এর ক্যাম্পাসভিত্তিক সেবাকে শিক্ষার্থীদের জন্য একটি যুগোপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। এছাড়াও, তিনি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান প্রকল্পসমূহের বিষয়ে আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করেন। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ কামাল উদ্দিন YOUR CAMPUS-কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাগতম জানান এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্যাম্পাসের সম্পদগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে এবং বর্জ্য ব্যবস্থাপনার দিকে লক্ষ্য রেখে সবুজ ক্যাম্পাস বজায় রাখতে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এস এম শাহরিয়ার আলম বক্তব্য প্রদান করেন। YOUR CAMPUS-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মিলজার রহমান অনুষ্ঠানের শুরুতেই YOUR CAMPUS সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মতামত গ্রহণ করেন। Career Quest পর্বে বিশিষ্ট দুইজন অতিথি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন-ইপসা 'র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান এবং Kirei-এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মিথুন রাহা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে Your Campus কার্যক্রমের উদ্ভোধন করেন।
এছাড়াও অনুষ্ঠানে YOUR CAMPUS এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব-এর যৌথ উদ্যোগে একটি অনলাইন প্রতিযোগিতার বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাফায়েত জামিল নওশান YOUR CAMPUS এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে, ক্যারিয়ার ক্লাব এই উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সক্রিয় থাকবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাহমিতুজ সাদিয়া নীলিমা, সাজিয়া রহমান, সাদিয়া শরীফ শান্তা ও উম্মে হুমায়রা সায়কা আফছার।