সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
নাটোরে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে, পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার মৃত আজিজের ছেলে রাফিউল ইসলাম, দিঘাপতিয়া মাঝিপাড়া এলাকার মৃত আকবরের ছেলে রকি ইসলাম, চকআমহাটি এলাকার শামসুল হকের ছেলে শাহজাহান ও নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িযা এলাকার রজব আলীর ছেলে জামাল শেখ।
সোমবার রাতে সদর উপজেলার তালতলা হাফরাস্তা এলাকার জামাল উদ্দিনের ওয়ার্কসপ থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোর সদর থানা চত্তরে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী।
মাহমুদা শারমীন নেলী প্রেসব্রিফিং এ জানান, গত ১৪ ডিসেম্বর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার শিবদুর গ্রামের রাকিবুল ইসলামের বাড়ীর গ্রীল কেটে মোটরসাইকেলসহ বিভিন্ন স্বর্নালংকার চুরি হয়।
এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন রাকিবুল ইসলাম। ওই মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার তালতলা হাফরাস্তা এলাকার জামালের ওয়ার্কসপ থেকে চুরিকৃত মোটরসাইকেলসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।