সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে ছাদ থেকে পড়ে নিহত জামাইয়ের মরদেহ দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের চাপায় প্রাণ হারালেন শাশুড়ি শাহিদা বেগম (৫৫)। সোমবার বিকেলে মহাদেবপুর-পাঁঠাকাটাহাট সড়কের গোবিন্দপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিদা বেগম পার্শ্ববর্তী মান্দা উপজেলার জামদই চকভালাইন গ্রামের রইচ উদ্দীন মাষ্টারের স্ত্রী।
নিহতের ছেলে শাহাদত হোসেন বলেন, আমাদের প্রতিবেশীর জামাই সফাপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাব্বির হোসেন ইলেকট্রিশিয়ানের কাজ করার সময় আখেড়া গ্রামের একটি পোলট্রি হ্যাচারীর ছাদ থেকে পড়ে নিহত হওয়ার খবর পেয়ে মা আরও কয়েকজনের সাথে তার মরদেহ দেখতে সফাপুর যান।
জামাইয়ের মরদেহ দেখে বিকেলে বাড়ি ফেরার সময় গোবিন্দপুর নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মান্দা উপজেলার নুরুল্লাবাদ গ্রামের আবু সাইদের ছেলে আতিকুর রহমান, নারাদাদবা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মোবারক, কৃষ্ণপুর রায়হাসা গ্রামের আবু সাইদ সরকারের ছেলে আসাদুল ইসলাম দ্রুতগামী একটি মোটরসাইকেল দিয়ে তাকে চাপা দেয়।
এসময় তিনি পাকা রাস্তায় পড়ে তার হাত-পা ভেঙে যায় এবং মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে রাত সাড়ে ৯ টা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে আসামীরা থানা হেফাজতে রয়েছে। বিষয়টি নিয়ে নিহতের পরিবার আপোষ-মিমাংসার চেষ্টা করছেন বলেও তিনি জানান।
Leave a Reply