সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজশাহী মহানগরীসহ অন্যান্য জেলায় রোবাস্ট পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করেছে র্যাব-৫ র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায়, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশক্রমে ও র্যাব ফোর্সেস সদর দপ্তরের দিক নিদের্শনায় দেশ জুড়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণরোধে র্যাব-৫ এর দায়িত্বপূর্ণ এলাকা; রাজশাহী মহানগরী এবং নওগাঁ, নাটোর জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় দিনে এবং রাতে রোবাস্ট পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল চলমান। এছাড়া শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, রাজশাহী – ঢাকা হাইওয়েতে যানবাহনে তল্লাশিসহ ছিনতাইকারী, ডাকাত ও অন্যান্য সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী চক্রকে ধরতে র্যাব-৫ এর কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply